খুলনা ব্যুরোঃ খুলনার রুপসা উপজেলায় অভিযান চালিয়ে একটি সুটারগান সহ ৩ জনকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা।
সোমবার (২৯ এপ্রিল) সকালে কোস্টগার্ডের পশ্চিম জোনের রুপসা স্টেশনে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন রুপসা স্টেশন কমান্ডার লেঃ মাহবুব হোসেন।
কোস্টগার্ডের সদস্যরা জানায়, রবিবার (২৮ এপ্রিল) রাত পৌনে ১১ টায় রুপসার জাবুসা এলাকায় অভিযান পরিচালনার জন্য টহল বসায় কোস্টগার্ডের রুপসা স্টেশনের সদস্যরা। এ সময় জেলার তেরখাদা উপজেলার হড়বাড়িয়া গ্রামের মেহেদী হাসান (১৮), তামিম শেখ (১৯) ও রুবেল শেখ (২০) মটরসাকেল যোগে জাবুসা এলাকা থেকে যাওয়ার সময় কোস্টগার্ডের টহল দেখে পালিয়ে যাওয়ার চেস্টা করে। এ সময় তাদের দেহ তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে ১টি দেশীয় স্যুটার গান জব্দ করা হয়। এছাড়া আসামীদের ব্যবহারিত মোবাইল ফোন, মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়।
রুপসা স্টেশন কমান্ডার লেঃ মাহবুব হোসেন বলেন আটককৃতরা কোন অপরাধ কান্ড পরিচালনা করতে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
এইসলাম/টাঙ্গন
https://slotbet.online/
Muchas gracias. ?Como puedo iniciar sesion?