খুলনা ব্যুরা : খুলনায় দুর্বত্তের গুলিতে রাসেল নামের এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সজিব ও ইয়াছিন নামে দুই যুবক আহত হয়েছেন ।
রোববার (৩ নভেম্বর) রাত আড়াইটার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন কাশেম সড়ক কুবা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল শেরে বাংলা রোড আমতলা মোড়ের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল আলম জানায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ৪টি মোটরসাইকেল নিয়ে রাসেলসহ ৭-৮ জন সোনাডাঙ্গা ৪ নং কাশেম সড়কের কুবা মসজিদের কাছে পৌঁছায়। এ সময় ওই যুবকদের মধ্যে বাকবিতন্ডার সষ্টি হয়। সহপাটি হঠাৎ করে রাসেলকে তাক করে তার বুকে পরপর ২টি গুলি করে। তার সাথে থাকা ইয়াছিন ও সজিবকে চা পাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীরা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল আলম আরও জানায়, নিজেদের মধ্যে এবং মাদক সংক্রান্ত বিষয়ে এ হত্যাকান্ড ঘটেছে । রাসেলের বিরুদ্ধে সোনাডাঙ্গাসহ বিভিন থানায় ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ ১১ টি মামলা রয়েছে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
priligy at walgreens Pms Doxycycline contraindications
precios de la pastilla cytotec Kravik and T