খুলনা ব্যুরো : পুলিশ কাজে যোগ দিয়ে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে অচিরেই খুলনা মহানগরীসহ সর্বত্রই আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ আগষ্ট) বিকেলে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে এক মত বিনিময় সভায় এ সব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ শিক্ষার্থীরা।
পুলিশকে রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছেড়ে নিরপেক্ষতার সাথে কাজ করার দাবী জানান। বৈষম্য বিরোধী আন্দোলনে খুলনায় শিক্ষার্থীদের সাথে নিস্ঠুর আচরণকারী কতিপয় অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের অপসারনের জোর দাবী জানানো হয়।
বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের সমন্বয়ক জহিরুল ইসলাম তানভির বলেন, একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে হামলাসহ নানা অভিযোগ আসছে। আমাদের মত রাস্তা পরিষ্কারসহ মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছেন তারা।
তারা জানান, দ্রæত পুলিশ দেশের সেবায় ফিরে আসবে সে প্রত্যাশা ব্যক্ত করেন। ঘুষ, দূর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্রীয় ব্যবস্থা চালু করতে পারলে বাংলাদেশ থেকে কাউকে অস্ট্রেলিয়া যেতে হবে না। বাংলাদেশ অস্ট্রেলিয়ার চেয়ে অর্থনৈতি শক্তিশালী হবে।
এছাড়া অন্যান্য সমন্বয়ক ও শিক্ষার্থীরা বলেন, জামিনে ছাড়া পেয়ে যেসব ধর্ষকরা ভিকটিমের বাড়ি যেয়ে হুমকি প্রদর্শন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান।
মহানগর, থানা, ওয়ার্ড ভিত্তিক পুলিশি কর্যক্রমের সাথে সহযোগীতা করতে আগ্রহ প্রকাশ করেন। তাই বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যুক্ত করে আইন শৃঙ্খলা রক্ষার দাবী জানান। ঘুষ দূর্নীতি বৈষম্য বিভেদ, পরিহার করে জন সেবার আহ্বান জানান। নগরীতে যানজট কমাতে ভিআইপিদের সুযোগ না দিয়ে সেবা বাড়ানোর দাবী জানিয়েছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ক্ষেত্রে দুর্নীতি অনিয়ম বন্ধে ভুমিকা রাখার আহ্বান জানিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহযোগিতা করার দাবি জানিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিনা অনুমতিতে গ্রেফতার না করার দাবী শিক্ষার্থীদের। ছাত্রলীগের যে সকল নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের বিভিন্নভাবে হয়রানি ও হুমকি প্রদান করেছে ২৪ ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার করার দাবী জানিয়েছেন।
সকলের সহযোগিতা নিয়ে একটি বৈষম্যহীন রাষ্ট্র ও সময় সমাজ ব্যবস্থার মাধ্যমে দেশকে প্রকৃত সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার রকিবুল ইসলাম, ডিসি সাউথ তাজুল ইসলাম, এডসি সোনালী সেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের নেতা সাজ্জাদুল ইসলাম বাপ্পি, সাজ্জাদুল আজাদ, বিপুল সাহারিয়ার, মনহাজুল আবেদিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বক্তব্য ধৈর্য সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/