হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধি : জেলার হরিপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আদিবাসী (সাঁওতাল) সম্প্রদায় ও স্থানীয় বাঙালীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ২০ জন।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের কারিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা : শরিফুল ইসলাম।
নিহত আদিবাসি কানদন সরেন (৬০) উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর গ্রামের রেন্টু সরেনের ছেলে।
আহতরা হলেন- পবিরুল ইসলাম , নুর ইসলাম, জাহেদুল ইসলাম, আসিক, জাহাঙ্গীর আলম, হবিবর রহমান, মো শফি, ইসমাইল। আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে আহত হন সুসিলা সরেন, মরিয়ম সরেন, লক্ষিরাম হাসদা, শনিরাম হাসদা। তবে অনেকের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘ ৫০ বছর ধরে উপজেলার সদর ইউনিয়নের কারীগাঁও মৌজায় আদিবাসী সম্প্র্রদায় ও স্থানীয় বাঙালি সম্প্রদায়ের মধ্যে ৩৯ বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার (২৭ নভেম্বর) আদিবাসী সম্প্রদায়ের লোকজন সমবেত হয়ে বিরোধকৃত জমিতে ঘর নির্মাণ করছিল। এমন সময় এলাকার স্থানীয় ভূমিহীনরা বাঁধা দেওয়ার চেষ্টা করে। এতে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে গেলে কানদন সরেন ঘটনাস্থলেই নিহত হন এবং উভয় পক্ষের প্রায় ১৪ জন আহত হন।
ডাঙ্গীপাড়া ইউপি চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরী বলেন আদিবাসী সম্প্র্রদায় ও স্থানীয় বাঙালিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি বিরোধ চলছিল। আজ উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে ঘটনাস্থলেই এক আদিবাসি ব্যক্তি মারা যান।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা : শরিফুল ইসলাম বলেন জমি নিয়ে বিরোধে এক আদিবাসি ব্যাক্ত নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০ জন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
সাওতালরা তীর ধনুক নিয়ে স্থানীয় লোকজনের উপর হামলা করে এবং অনেকেই তীরবিদ্ধ হয়। পরে স্থানীয় জনতা খিপ্ত হয়ে সাওতালদের উপর আক্রমণ করে ঘটনাস্থলে একজন সাওতাল মারা যায়। এই বিষয়টাকে হলুদ আওয়ামীলিগ সাংঘাতিক ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ।
Mehmet Akif su kaçak tespiti Terastaki su sızıntısının kaynağını bulmak için termal kamera kullandılar. İzolasyona zarar vermeden tamir ettiler. Orhan F. https://www.poemsbook.net/ustaelektrikci
Beylikdüzü su kaçak tespiti Su tesisatındaki kaçağı akustik cihazlarla buldular. Sorunu profesyonelce çözdüler. Nurhan Z. https://www.myidsocial.com/1670674343844667_1815