নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও : জাকজমকপুর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নব নির্বাচিত ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেলের দায়িত্ব গ্রহণ।
সোমবার (৮ এপ্রিল) জেলা পরিষদের আয়োজনে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, আ’লীগের বিভিন্ন সহযোগী সংঘঠনের নেতা-কর্মীসহ সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল মজিদ আপেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগারওয়ালা, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, পীরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা একরামুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান দেবাশীষ দত্ত সমীর।
এর আগে জেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মজিদ আপেল।
পরে তাকে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, আ’লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মী-সমর্থক ও সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
https://slotbet.online/