• রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :

পেয়াজ ও আলুর স্লট বুকিং বন্ধ রেখেছে ভারতের রাজ্য সরকার

Reporter Name / ৮৫ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গে আলু ও পেয়াজের দাম বেড়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ওই প্রদেশের উৎপাদিত পেয়াজ ও আলু রফতানির বিরোধিতা করে আসছিলেন।

এরই প্রেক্ষিতে রোববার (২৪ নভেম্বর) সকাল থেকে এই দুটি পণ্যের স্লট বুকিং বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। এতে করে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেয়াজ ও আলু আমদানি নিয়ে শংকা তৈরি হয়েছে।

তবে বন্দর দিয়ে পুর্বের স্লট বুকিং থাকা পেয়াজ ও আলু আমদানি অব্যাহত রয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক ও রফতানিকারকরা বলেন, দেশের বাজারে আলু ও পেয়াজের দাম নিয়ন্ত্রণে ও দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আমদানি করা হচ্ছে। তবে আজ সকালে ভারতের রাজ্য সরকার আলু ও পেয়াজ রফতানি বন্ধের স্লট বুকিং বন্ধ করে দেয়। আগে যেসব স্লট বুকিং নেওয়া ছিল আজ শুধুমাত্র ওই সমস্ত ট্রাকগুলি দেশে প্রবেশ করছে।

তারা আরও জানান, যদি পশ্চিমবঙ্গ সরকার পণ্য দুটি রফতানি বন্ধ করে দেয় সেক্ষেত্রে আমদানিকারক ও রফতানিকারক উভয়ে ক্ষতিগ্রস্থ হবে। কারন অনেক ট্রাক লোডিং অবস্থায় সড়কে দাড়িয়ে আছে। এগুলো ঢুকতে না পারলে পচে নষ্ট হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। সেই এই পণ্য দুটি বাংলাদেশে আমদানি না হলে দাম বাড়ার আশংকা রয়েছে। বিষয়টি নিয়ে ভারতে রাজ্য সরকারের বৈঠক চলছে এটি শেষ হলে বুঝা যাবে কি হয়।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

One response to “পেয়াজ ও আলুর স্লট বুকিং বন্ধ রেখেছে ভারতের রাজ্য সরকার”

  1. Koşuyolu su kaçak tespiti Arnavutköy’de su kaçağı vardı. Uzman ekip sayesinde sorunumuzu hızlıca çözdük. https://www.buzzakoo.com/ustaelektrikci

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com