পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : জেলার পার্বতীপুর উপজেলায় একরাতে পল্লী বিদ্যুৎ লাইনের ২টি ট্রান্সফরমার চুরি হওয়ায় বিপাকে পড়েছে কৃষক। এতে প্রায় ১০০ বিঘা জমির আমন ধানে সেচ দিতে না পারায় তাপদাহে পুড়ে যাচ্ছে ফসল।
জানা গেছে , চলতি বছরের ১৬ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের গাছুয়াপাড়া বটের ডাঙা চরার চকবোয়ালিয়া মৌজার জমিতে স্হাপিত কৃষক ইয়াসিন আলী ও জাহিদুল ইসলামের ডিপ থেকে দুইটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় কে বা কাহারা। এতে বিপাকে পড়েছেন কৃষক। বিকল্প পানি সেচের ব্যবস্থা না থাকায় প্রায় ১০০ বিঘা জমির আমন ধানের ফসল সেচের অভাবে ধ্বংস হতে বসেছে।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে নতুন করে ট্রান্সফরমার স্থাপন করতে গেলে ৭০ হাজার টাকা প্রয়োজন।
https://slotbet.online/
canadian pharmacy 365: Express Rx Canada – canadian family pharmacy