• মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় ২ মটরসাইকেল আরোহী নিহত

Reporter Name / ২১৬ Time View
Update : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে পার্বতীপুর-ফুলবাড়ি মহাসড়কের বাইপাস সড়কে হাজীর মোড় নামক স্হানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই ২ মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একজন।

বুধবার ( ২৯ জানুয়ারী) সকাল  ৯টার দিকে এস এ পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন  শুকদেব(৪৫) ও শাহিনুর (৩৫),  সাজেদুর রহমান(৪০) নামক আহত অপরজনকে কে আশংকাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্হানান্তর করা হয়েছে। নিহতদের বাড়ী পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ৩ জন আরোহী একই মোটর বাইকে দ্রুতগতিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা পরিবহনটির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন।

অপরজনকে স্থানীয় হাসপাতালে নিলে সেখান থেকে দিনাজপুর পাঠানো হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানায় তারা।

বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম  বলেন, সুরতহাল তৈরী করা হয়েছে , এসএ পরিবহনের পার্সেল বহনকারী গাড়ীটিকে আটক করা হয়েছে।

এ ইসলাম/টাঙ্গন টাইমস

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com