• শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন

পার্বতীপুরে মাহিন্দ্রের চাকায় পৃষ্ট হয়ে পুলিশ সদস‍্য নিহত

Reporter Name / ২৪৮ Time View
Update : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : জেলার পার্বতীপুর উপজেলায় মাহিন্দ্রের চাকায় পিষ্ট হয়ে হৃদয় রায় (২৭) নামে এক পুলিশ কনষ্টেবলের(১৭৩৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মার্চ) রাত ১১টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

জানা গেছে, তিনি পার্বতীপুরের হাবড়া ইউনিয়নের শেরপুর মাহেন্দ্র পাড়া গ্রামে মামার বাড়িতে মায়ের সাথে দেখা করে ফেরার পথে এই দূর্ঘটনার শিকার হন।

এসময় তার কানে হেডফোন লাগানো ছিল এবং চান্দাপাড়া এলাকায় একটি অজ্ঞাত মাহিন্দ্র তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার হরিবাসর পাড়া গ্রামে। তার পিতার নাম কালীরঞ্জন রায়। হৃদয় রায় দিনাজপুর পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

ঘটনাস্থলে অজ্ঞাতনামা পথচারী ক্ষতবিক্ষত মৃতদেহটি দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-নাম্বারে ফোন দিলে, পার্বতীপুর মডেল থানা-পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে, প্রায় ঘণ্টা খানেক পর ওই পথে যান চলাচল স্বাভাবিক হয়।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় বলেন, মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে, এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তার ছয় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com