রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩শ’ পিছ নিষিদ্ধ ভারতীয় মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হামিদুল নামে একজন কে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার ভোমরাদহ ইউনিয়ন চাটিডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
থানার এস আই রতন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলা ভোমরাদহ ইউনিয়নের চাটিডাঙ্গা এলাকায় অভিযান চালান। এসময় হামিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীর দেহ তল্লাসী করে ৩০০ পিছ নিষিদ্ধ মাদক টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক হামিদুল উপজেলার খামার সেনুয়া গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে লোহাগাড়া বাজারে ওষুধের দোকান এর আড়ালে গোপনে মাদক ব্যবসা করে আসছিল বলে জানান এস আই রতন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম ডন জানান, হামিদুল নামে একজনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ইসলাম/টাঙ্গনটাইমস