রাজশাহী (পুঠিয়া) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারী) বিকালে কৃষকদলের উদ্যোগে বেলপুকুর আইডিয়াল ডিগ্রি কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলপুকুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব শিমুল সরকারের সন্ঞ্চালনায় এই সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকদলের আহবায়ক শাজাহান আলী লিটন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক শফিকুল আলম সমাপ্ত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষকদলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু ও শষ্য বীজ সমিতির রাজশাহী জেলা সভাপতি মাহফুজ হাসনাইন রিকোন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা কৃষকদলের আহবায়ক রিপন রেজা, পুঠিয়া পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান , উপজেলা কৃষকদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান, বেলপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাকিব উদ্দিন।
প্রধান অতিথি শফিকুল হক বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। ছাত্র জনতা তাদের রুখে দিয়েছে। ছাত্রদের পাশাপাশি কৃষকদলের সর্বস্তরের নেতাকর্মীরা ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছাড়া করেছে। খাল খনন করে কৃষকের ভাগ্য পরিবর্তন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি তাকে রাখাল রাজা বলে উল্লেখ করেন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
buy generic clomiphene pill cost cheap clomid online buying clomid without prescription buy clomiphene pill clomid brand name order generic clomid without rxРіРѕРІРѕСЂРёС‚: buying cheap clomiphene pill