ঠাকুরগাঁও প্রতিনিধি: সারা দেশে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে ঠাকুরগাঁওয়ে আওয়ামীলী ও বিএনপি’র পৃথক পৃথক গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) দুপুর ২টায় বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে গণতান্ত্রিক আন্দোলনে সমমনা দলের আয়োাজনে এ নামাজ অনুষ্ঠিত হয়। অপরদিকে বিকাল ৩টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
নামাজ আদায় শেষে বিএনপি কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত সাধারণ ছাত্রছাত্রীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের দফায় দফায় হামলা গুলিবর্ষণ সহ হিংস্র আক্রমণে শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অপরদিকে আওয়ামীলীগ বলছে কোটা সংস্কার আন্দোলনে আদালতের রায়কে ওপেক্ষা করে বিএনপি’র উৎকানিতে ছাত্রলীগসহ যারা নিহত হয়েছেন তাদের স্মরণে আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/