• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৩য় দিনেও ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কারের দাবীতে হাজার হাজার শিক্ষার্থী খুলনায় সাংবাদিকদের কাজে বাধাকারিদের শক্ত হাতে দমন করা হবে-সিটি মেয়র বিদ্যালয়ে কর্মচারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশে অনিয়মের অভিযোগ! কোটা আন্দোলনে নিহতদের স্মরণে ঠাকুরগাঁওয়ে গায়েবানা জানাজা রাজাকারের পক্ষে নেতৃত্বদানকারিদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী কোটা সংস্কার আন্দোলন: পথচারীসহ ৬ জন নিহতের ঘটনায় ব্লাস্টের উদ্বেগ হেলমেট লীগের হিংস্রতা রক্ষী বাহিনীকে ছাড়িয়ে গেছে-মুসলিম লীগ ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কার আন্দোলনে সড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত কোটা আন্দোলনে পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা

রাণীশংকৈলে বসত বাড়ী ভেঙ্গে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

Reporter Name / ১৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

উপজেলা প্রতিনিধি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও): জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের পূব চেংমারী গ্রামে একটি বসত বাড়ী ভেঙ্গে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একটি পক্ষের বিরুদ্ধে। আবার উভয় পক্ষের মধ্যে মারপিটেরও ঘটনা ঘটেছে। এতে একজন গুরতর আহত হয়ে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি গত মঙ্গলবার ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পূর্ব চেংমারী এলাকার মফিজুল ইসলামের ছেলে সমিরউদ্দীন বাদী হয়ে প্রতিপক্ষের ৮জনকে বিবাদী করে রাণীশংকৈল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, গত মঙ্গলবার (১২ মার্চ) সমিরউদ্দীন তার নিজ বসতবাড়ীর রান্না ঘর ভেঙ্গে পরায় মেরামত করছিলেন। এমন সময় জমিজমার জের ধরে অতর্কিতভাবে হামলা চালায় প্রতিবেশী মৃত জয়নাল উদ্দীনের ছেলে হবিবর রহমান ও তার দলবল। পরে হামলা চালিয়ে বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়।

সে সময় ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভেঙ্গে নগদ ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভানো হয়। মারামারিতে সমিরউদ্দীনের বাবা মফিজুল ইসলাম রক্তাক্ত জখম হয়। পরে সমিরউদ্দীন বাদী হয়ে হবিবর রহমানকে প্রধান আসামী করে ৮ জনের নাম উল্লেখ্য করে থানায় অভিযোগ দায়ের করেন।

এদিকে প্রতিপক্ষ হবিবর রহমানের আত্নীয় মতিবুর রহমান বলেন, সামান্য কথা কাটাকাটি হয়েছে। তবে আগুন ধরানো বা টাকা ছিনিয়ে নেওয়ার কোন ঘটনা ঘটেনি।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোহেল রানা বলেন, মঙ্গলবার এমন ঘটনা ঘটেছে বিষয়টি জানা নেই। তবে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/