পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে একটি ট্যাংলরীকে ওভার টেক করতে গিয়ে ট্যাংলরীর চাপায় এক মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন এক জন। আহত ব্যক্তি নিহতের ছেলে বলে জানা গেছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে পার্বতীপুর উপজেলার চান্দাপাড়া নামক স্হানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম।
নিহত পারভীন বেগম (৫০) সৈয়দপুর বাশপাড়া মহল্লার ঈসমাইল হোসেনের স্ত্রী। আহত আদনান নিহত পারভীন বেগমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত পারভীন বেগম তার ছেলের মটর সাইকেলে করে সৈয়দপুর থেকে চিকিৎসার জন্য বিরামপুর যাচ্ছিল। এমন সময় একটি ট্যাংলরীকে ওভার টেক করতে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে একটি মটর সাইকেল ট্যাংলরীকে ওভারটেক করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। এ বিষয়ে ইউডি মামলা দায়ের করা হয়েছে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/