• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে এলজিইডির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হাকিমপুর থানা পুলিশের অভিযানে একজন গ্রেফতার বিরামপুরে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণের কর্মসূচির উদ্বোধন পানিতে ডুবে যুবকের মৃত্যু হিলিতে জামায়াতের উদ্যোগে জুলাই-আগষ্ট গণ-অভ্যুত্থানে শহীদদের স্বরণে বিশেষ দোয়া অনুষ্ঠান হাকিমপুর পৌরসভার প্রস্তাবিত ২৬ কোটি ৭৮ লাখ টাকার উম্মুক্ত বাজেট ঘোষণা হিলিতে দু-মাস ব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন সাংবাদিক পরিচয়ে জাল টাকার ব্যবসা কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করে কাজে ফিরেছেন হিলি কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা, বন্দরে আমদানি রফতানি শুরু ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশুদ্ধ অক্সিজেন নিশ্চিতে ১০ লক্ষ গাছ রোপণের ঘোষণা -জেলা প্রশাসক ইশরাত ফারজানা 

রাণীশংকৈলে রাস্তা নির্মাণে নির্ন্মমানের ইট ও বালু’ ব্যবহারের অভিযোগ

Reporter Name / ৯৮৭ Time View
Update : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

উপজেলা প্রতিনিধি
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) : জেলার রাণীশংকৈল উপজেলার একটি নতুন সড়কের নির্মাণ কাজে নির্ন্মমানের ইট ও রাবিশ বালু ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
ইটভাটার পরিত্যক্ত, ভাঙ্গাচোরা, সাল্টি, গড়েয়াসহ নির্ন্মমানের ইট দিয়ে খোয়া করে রাস্তার সাব ব্যাচে দেওয়া হচ্ছে। এছাড়া কম দামের রাবিশ বালু দিয়ে রাস্তার সাব ব্যাচ তৈরী করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটি মাটি খনন করে সাব ব্যাচের জন্য খোয়া ও রাবিশ বালু দেওয়া হয়েছে। স্থানীয় চাপোড় পার্বতীপুর দাখিল মাদ্রাসার মাঠে ইটের স্তুপ করে সেখানেই খোয়া ভেঙ্গে রাস্তায় দেওয়া হচ্ছে। ইটের স্তুপে দেখা যায়, ভাটার যত ভাঙ্গাচোরা, গড়েয়া পরিত্যক্তসহ নির্ন্মমানের ইট রয়েছে সেগুলো সেখানে স্তুপ করা হয়েছে। সেখান থেকেই ভাঙ্গা হচ্ছে খোয়া।

স্থানীয় বাসিন্দা মাহবুব আলম বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর একটি পাকা রাস্তা পেতেঁ যাচ্ছি। অথচ ভাটার যত ময়লা ইট আছে সেগুলো খোয়া করে রাস্তায় দেওয়া হচ্ছে । ভাটার যত পরিত্যক্ত ইট এখানে খোয়া হিসাবে ব্যবহার হচ্ছে।

আরেক বাসিন্দা আনিসুর রহমান বলেন, এক টলি বালু’র দাম কমপক্ষে বর্তমান বাজারে এক হাজার পাচঁশত টাকা। আর এক ট্রলি রাবিশ বালু পাঁচ থেকে সাতশত টাকা। তাই ঠিকাদার বালু’র বদলে রাবিশ বালু দিয়ে একদিকে যেমন সরকারের টাকা আত্মসাত করছেন।

অন্যদিকে সরকারের উন্নয়ন মুলক কাজেও ব্যঘাত ঘটাচ্ছেন। স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, রাবিশ বালু প্রায় মাটির মত। এই রাস্তায় রাবিশ দিয়ে রোলার করার পর মাটির মত শক্ত হয়ে গেছে। সেখানে পানি দেওয়া হলে কাদাঁ হয়ে যায়। বালু কি কখনো কাদাঁ হয়। তারা বলেন এভাবে রাস্তা নির্মাণ করলে রাস্তাটি তাদের মতে বেশিদিন ভালো থাকবে না। তারা দাবী জানিয়েছেন সঠিক নিয়মে যেন রাস্তাটি নির্মাণ কাজ শেষ হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন  চাপোড় পার্বতীপুর মাদ্রাসা থেকে পার্বতীপুর লেহেম্বা সুইচগেট  প্রযর্ন্ত এক কিলোমিটার রাস্তা নির্মাণ প্রায় এক কোটি ৯লাখ ৩৪ হাজার ৯৩৩ টাকায় কাজটি চুক্তিবদ্ধ হয়েছে এম এস অটো রাইস মিল নামক ঠিকাদার প্রতিষ্ঠান।

এ প্রসঙ্গে এম এস অটো রাইস মিল নামক ঠিকাদার প্রতিষ্ঠানের ঠিকাদার আব্দুস সামাদ মুঠোফোনে বলেন, ইট,বালু ভালো মানের দেওয়া হচ্ছে। সেখানে কোন ধরনের নির্ন্মমানের মালামাল নেই।

উপজেলা প্রকৌশলী মাঈনুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, নির্ন্মমানের ইট বা বালু ব্যবহার হলে সেগুলো সেখান থেকে অপসারণ করা হবে।


আপনার মতামত লিখুন :

One response to “রাণীশংকৈলে রাস্তা নির্মাণে নির্ন্মমানের ইট ও বালু’ ব্যবহারের অভিযোগ”

  1. qammvhjmgx says:

    Muchas gracias. ?Como puedo iniciar sesion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com