ঠাকুরগাঁও প্রতিনিধি : স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে, খাবার খাবো পুষ্টি গুণে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে জাতীয় পুষ্টি দিবস উপলক্ষ্যে এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলা সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বির্তক প্রতিযোগিতায় অংশ নেয় ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ ও স্কলার্স কলেজ। প্রতিযোগিতার বিষয় ছিল ”উন্নত প্রযুক্তিই পারে কেবলমাত্র সঠিক পুষ্টি নিশ্চিত করতে”। বিতর্ক প্রতিযোগিতায় মহিলা কলেজকে হারিয়ে বিজয়ী হয়েছে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্স কলেজ। সরকারি মহিলা কলেজ রানার আপ হয়।
এতে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন স্কলার্স কলেজের দলনেতা ইমরান হোসেন। স্কলার্স কলেজের পক্ষ থেকে অংশগ্রহণকারিরা হলেন ইমরান হোসেন (দলনেতা), সুপ্রিয়া পাল এবং নাসির উদ্দিন এবং সরকারি মহিলা কলেজের পক্ষে অংশগ্রহণকারিরা হলেন রাইদা ইসলাম রাফি (দলনেতা), মোছা: সাথী আক্তার ও রাইসা পারভীন।
বিচারকের দায়িত্ব পালন করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মনোয়ার হোসেন, সরকারি মহিলা কলেজের প্রভাষক অমিত রায় এবং স্কলার্স কলেজ’র প্রভাষক কৃষিশিক্ষা সোনিয়া সূচনা।
পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবুল বাশার মো: সায়েদুজ্জামান, সিভিল সার্জনের এমওসিএস ডা: ইফতেখায়রুল ইসলাম সজিব, জুনিয়র কনসালটেন্ট ডা: শামসুল হুদা, মেডিক্যাল অফিসার ডা: মো: মাহমুদুল হাসান, মেডিক্যাল অফিসার ডা: মো: লিটন সরকার, মেডিক্যাল অফিসার ডা: তাহমিনা তানজিন তুহিন প্রমুখ।
এ সময় চিকিৎসক, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সিভিল সার্জ কার্যালয়ের কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/