ঠাকুরগাঁও প্রতিনিধি : নবাগত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামের সাথে ঠাকুরগাঁওয়ে কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে নবাগত ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন আমি গতকাল মঙ্গলবার এ জেলায় যোগদান করেছি। তাই মনে করছি জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সংবাদকর্মীদের পরিচয় হওয়া প্রয়োজন। সেই চিন্তাভাবনা থেকে এই আয়োজন।
তিনি আরও বলেন ঠাকুরগাঁওয়ে যে সমস্ত সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো সম্মিলিত ভাবে সমাধানের চেষ্টা করা হবে এবং আসন্ন দূর্গাপূঁজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নিরদ্বিধায় তারা তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সে জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
এ সময় সাংবাদকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, ফজলে ইমাম বুলবুল, এমদাদুল ইসলাম ভূট্টো, জিয়াউর রহমান বকুল, তানভির হাসান তানু, গোলাম সারোয়ার সম্রাটসহ অনেকে।
এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিথুন সরকার, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম, প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সংবাদকর্মীগণ।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/