ঠাকুরগাঁও প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পাকিস্তানী হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে শহীদ বেদীতে প্স্পুস্তবক অর্পন করা হয়।
পরে মির্জা রুহল আমিন মিলনায়তনে জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, জেলা জামায়েতের আমীর অধ্যাপক বেলাল হোসেন, সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফসহ অনেকে।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত হয়। ঠাকুরগাঁও তখন মহকুমা ছিল। ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলার ১০টি থানা মিলে ওই মহকুমা ছিল। এ অঞ্চলে বীর মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াই আর মুক্তিকামী জনগণের দুর্বার প্রতিরোধে নভেম্বরের শেষ দিক থেকেই পিছু হটতে শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী। চুড়ান্ত বিজয় আসে আজকের এই দিনটিতে।
এছাড়াও দিবসটি উপলক্ষে ঠাকুরগাঁও উদীচী শিল্পী গোষ্ঠী পথে পথে ট্রাক র্যালীর মাধ্য সাংস্কৃতিক সভার আয়োজন করে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
mexican drugstore online: Rx Express Mexico – mexican online pharmacy
mexico pharmacies prescription drugs: mexico drug stores pharmacies – mexico pharmacy order online