ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে বালু উত্তোলনের সময় তেরো কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার করেছে নামে দুই কিশোর। পরে খবর পেয়ে মূর্তিটি সদর পুলিশ তাদের হেফাজতে নিয়ে যায়।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন ময়দান বাজার থেকে এটি উদ্ধার করা হয়। এর আগে গত মঙ্গলবার দুপুরে ওই এলাকার ঝলঝলি পুকুর নামক স্থানে বালু উত্তোলনের সময় এই মূর্তিটি পাওয়া যায়।
মফিজুলের বাবা মোস্তফা কামাল জানান, আমার ছেলে ও পাশের বাড়ির মনোয়ার হোসেন পুকুর থেকে বালু তোলার সময় মূর্তিটি দেখতে পায়। পরে তারা এটি বাড়ি নিয়ে এসে পরিষ্কার করে। বাড়ির লোকজন এটি দেখে ভয় পায় এবং রাখতে আপত্তি করলে পুনরায় তারা মূর্তিটি ওখানে রেখে আসে।
কিশোর মফিজুল ইসলাম জানান, ‘আমি ও আমার এক বন্ধু পুকুরে বালু তোলার সময় মূর্তিটি পাই। পরে আমরা এটি বাসায় এনে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করি। কিন্তু বাসার লোকজন রাগারাগি করায় আবার ওখানে রেখে আসি। পরে এলাকার অন্য দুজন ছেলে আমাদের মূর্তিটি রাখতে দেখে তারা গোপনে তাদের বাড়িতে নিয়ে যায় এবং লুকিয়ে রাখার চেষ্টা করলে আমার বড় ভাই বিষয়টি ফেসবুকে ছড়িয়ে দিই।’
স্থানীয় ইউপি সদস্য বাবলুর রহমান জানান, ‘লোকজনের মাধ্যমে বিষয়টি জেনে ওই ছেলের বাসায় যাই এবং তাদের দেওয়া তথ্যমতে অপরজনের বাড়ি থেকে মূর্তি উদ্ধার করে পুলিশ হেফাজতে পাঠিয়ে দেয়।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে প্রত্নতত্ত্ব বিভাগে প্রেরণ করা হবে।’
https://slotbet.online/