ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে “উদ্ভাবনে, অংশীদারিত্বে, অভিযোজনে-উন্নয়নের সাথে একসাথে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের স্বাধীনতাত্তোর বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলার প্রধান প্রকল্প কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠাবার্ষির্কীর কেক কাটেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এসময় সংস্থার স্বপ্ন ও উন্নয়ন বিষয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরে সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক গোলজার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দে, সদর উপজেলা সমাজ সেবা অফিসার সারোয়ার মোর্শেদ আহমেদ।
সভায় অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন, সংস্থার বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, আমিরকার ইউ মাসচেন মেডিক্যাল কলেজের প্রফেসর এলিসন কারেজ, আইসিডিডিআরবি’র বিজ্ঞানী ডঃ ফাহমিদা তোফায়েল, সংস্থার সাবেক সমন্বয়কারী হাবিবুল ইসলাম ও আনিসুল হক চৌধুরী। বক্তাগণ সংস্থার উত্তোরত্তোর উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন।
পরে সেখানে পিঠা উৎসব অনুষ্ঠিত হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
এ ইসলাম/টাঙ্গনটাইমস
https://slotbet.online/