নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও : জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে মাসুদ রানা অরফে আদম (২৫) নামে এক যুবককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৯ নভেম্বর) সাজাপ্রাপ্ত ওই যুবককে জেলা হাজতে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা অরফে আদম বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ভানোর গ্রামের এরশাদ আলীর ছেলে।
পুলিশ জানায়, আদম প্রায় সময় মেয়েটিকে উত্যক্ত করতো। গত শনিবার (১৮ নভেম্বর) স্কুল পড়ুয়া ওই ছাত্রীকে উত্যক্ত করলে মেয়েটির অভিভাবক জানতে পেরে যুবকটিকে আটক করে প্রশাসনকে খবর দেয়। পরে অভিযুক্ত যুবক ভ্রাম্য আদালতের বিচারক বালিয়াডাঙ্গী উপজেলা কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরার কাছে দোষ স্বীকার করলে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম বলেন, সাজাপ্রাপ্ত যুবককে আজ ১৯ নভেম্বর রবিবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।
https://slotbet.online/