বিজয় চন্দ্র দাস,জেলা প্রতিনিধি:নেত্রকোনার কেন্দুয়া পৌর এলাকার সাউধপাড়া গ্ৰামে বাড়ি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।
আশঙ্কাজনক অবস্থায় কেন্দুয়ার রোয়াইলবাড়ি আমতলা গ্রামের আলম (৩৫) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে আহতদের পরিচয় জানা যায়নি। অপর আহতরা কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১০ মে) দুপুরে কেনদুয়ার সাউধপাড়া গ্ৰামে সিরাজ মিয়ার বাড়ির দখল নিতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১৯৮৭ সালে রোয়াইলবাড়ি গ্রামের আবুল হাসেম মিয়ার ছেলে মুফতী ফাহিম বিল্লাহর বাড়িটি ভাড়া নেন সিরাজ মিয়া ও তার পরিবার। এরপর দীর্ঘদিন ধরে বাড়ির দখল না ছাড়ায় বাড়ির মালিক পক্ষ বিভিন্ন সময় সালিশ বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করে।
সিরাজ মিয়ার পরিবারের দাবি, তারা এ জায়গাটি ক্রয় সূত্রে মালিক হয়েছেন। অন্যদিকে বাড়ির মালিক ফাহিম বিল্লাহর ভাই ও চিরাং বাজার বণিক সমিতির সভাপতি কবির হোসেন জানান, সিরাজ মিয়া ভাড়াটিয়া ছিলেন। পরে জালিয়াতির মাধ্যমে বাড়ির মালিকানা দাবি করতে থাকেন।
জমি সংক্রান্ত বিষয়ে দুপক্ষের সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানায় ওসি মো. মিজানুর রহমান জানান, ঘটনস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।