নিজস্ব প্রতিবেদক
ঢাকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচি ঘিরে বাদ জুম্মা নামাজের পর পর রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সর্তক অবস্থানে ছিল আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন থানা-ওয়ার্ড নেতারা।
শুক্রবার (২ আগষ্ট) দুপুরে রাজধানীর বিভিন্ন অলিগলি-সড়কে সর্তক অবস্থান নিতে দেখা গেছে দলটির নেতাকর্মীদের।
নিউমার্কেটে ছাত্রলীগ-যুবলীগের অবস্থান: নিউমার্কেট এলাকার গাউছিয়া মার্কেটের সামনে লাঠিসোঁটা-রড হাতে অবস্থান নিয়েছেন ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে নিউমার্কেট এলাকাট গাউছিয়া মার্কেটের সামনে এমন চিত্র দেখা যায়। একইদিন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার নির্দেশে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা।
এদিন সাইন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে কয়েক শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করছেন। উভয়পক্ষের মাঝখানে বিপুল পরিমাণ পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
দুই এমপি’র নেতৃত্বে সর্তক নেতাকর্মীরা:
ঢাকা-৫ সংসদীয় এলাকায় নিষিদ্ধ ঘোষিত জামায়াত-শিবিরের সম্ভাব্য বিশৃংখলা, নাশকতা প্রতিরোধে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মশিউর রহমান মোল্লা সজলের নেতৃত্বে যাত্রাবাড়ী-ডেমরার শনিরআখড়া ও রায়েরবাগ-স্টাফকোয়াটারসহ ৮টি পয়েন্টে সতর্ক অবস্থান ও প্রতিবাদ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এতে উপস্থিত ছিলেন ৬৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ৬৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শান্তনূর খান শান্ত, ৬৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নুরুল আমিন নীরু, ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদুল কবির রাজু, ৩ নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন শিপন, ঢাকা মহানগর দক্ষিন কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ অপু প্রমূখ। একইদিন ঢাকা-৪ সংসদীয় আসনের এমপি ড. মো. আওলাদ হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থান ও প্রতিবাদ মিছিল করেছে। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিকলীগ সভাপতি জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌসী ইয়াসমীন পপি, শ্যামপুর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শরীফ মোহাম্মদ শাজাহান, ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি লিয়াকত মুফতী, ৫২ নং ওয়ার্ড ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এড. ফারুক, জেলা পরিষদের সাবেক সদস্য আলমগীর হোসেন, কদমতলী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিহাদ মাদবর প্রমূখ।
এদিন ৫৯নং ওয়ার্ড কাউন্সিলর ও কদমতলী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আকাশ কুমার ভৌমিক ধোলাইপাড় চৌরাস্তায় আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। এ সময় তারা বিএনপি ও জামায়াত শিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় এমপি সজল ও ড.আওলাদ বলেন, পাকিস্তানিদের দোসর বিএনপি-জামায়াত আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু দেশপ্রেমিক আওয়ামী লীগের নেতাকর্মীরা বেঁচে থাকতে সেই ষড়যন্ত্র সফল হবে না।
জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে। এজন্য আমাদের রাজপথে অবস্থান গ্রহণ করতে হবে। এরআগে শুক্রবার বেলা ১১টায় মাতুয়াইল হাজী আঃ লতিফ ভূইয়া কলেজ অডিটোরিয়ামে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ঢাকা ৫ আসনের সংসদ সদস্য ও ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল এমপি।
এর আগে, শুক্রবার দুপুর পৌনে ২টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল শুরু হয়। এ সময় গণমিছিলে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজসহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদের প্রেরিত এক বার্তায় শুক্রবার সারা দেশে ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ নামে নতুন কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/