টাঙ্গন ডেস্ক: তরুণদের ভালো কিছু করার স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আপনারা ৯ম সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিটে অংশগ্রহণ করেছেন। আপনারা প্রথম ধাপ সম্পন্ন করেছেন। এখন প্রশ্ন হলো, আমরা দ্বিতীয় ধাপে কীভাবে নিজেদের আরও উন্নত করতে পারি? তৃতীয় ধাপে কীভাবে আরও আত্মবিশ্বাসী হতে পারি?’
তিনি বলেন, এই ধাপগুলো গ্রহণের মাধ্যমে হাজার মাইলের যাত্রা সম্পন্ন হবে এবং ‘আমরা এই যাত্রা সফলতার সাথে সম্পন্ন করতে পারব বলে বিশ্বাস করি।’
প্রধান উপদেষ্টা তরুণদের উদ্দেশে বলেন, ‘আপনারা যদি চিন্তা করেন, স্বপ্ন দেখেন, তাহলে তা ঘটবেই। আপনি যদি স্বপ্ন না দেখেন, তাহলে তা কখনোই ঘটবে না।’
মাইক্রোক্রেডিট থেকে সামাজিক ব্যবসা ক্ষুদ্রঋণের যাত্রার কথা স্মরণ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘ডায়রিয়ার প্রকোপের সময় আমরা ওরাল স্যালাইন তৈরির একটি সহজ ফর্মুলা তৈরি করি এবং মানুষকে এটি তৈরি করার উপায় জানাই, যাতে এই মহামারি প্রতিরোধ করা যায়।’
তিনি আরও বলেন, সামাজিক ব্যবসা খুবই সহজ ধারণা। প্রধান উপদেষ্টা বলেন, ‘ব্যবসা মানে শুধু লাভ বৃদ্ধি করা নয়; আরেক ধরনের ব্যবসা হতে পারে—এমন একটি ব্যবসা যা সামাজিক সমস্যার সমাধান করবে,’ যোগ করেন তিনি।
ড. ইউনূস বলেন, ‘টাকা উপার্জন করা হয়তো আনন্দের, কিন্তু অন্যকে খুশি করা হলো পরম আনন্দের। আর সে কারণেই সামাজিক ব্যবসার ধারণা এসেছে।’
স্বাস্থ্য খাতে সামাজিক ব্যবসার গুরুত্ব স্বাস্থ্য খাতকে সামাজিক ব্যবসার একটি বৃহৎ ক্ষেত্র উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘ফার্মাসিউটিক্যাল শিল্প একটি সামাজিক ব্যবসা হওয়া উচিত, কারণ এটি মানুষের জীবনের সঙ্গে জড়িত।’
তিনি সবাইকে তাদের চিন্তাভাবনার মধ্যে সামাজিক ব্যবসার ধারণা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, ‘মানুষ এটি করবে, কারণ অন্যের সমস্যা সমাধান করাই পরম আনন্দের উৎস।’
চ্যারিটি বনাম সামাজিক ব্যবসা তরুণদের সামাজিক ব্যবসার উদ্যোগ নিয়ে আসার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘দাতব্য কার্যক্রমের একটি মাত্র জীবনচক্র থাকে, কিন্তু সামাজিক ব্যবসার জীবনচক্র অন্তহীন। এক হলো- সমস্যার সমাধান করা যায়, কিন্তু টাকা বারবার পুনরায় ঘুরে আসতে থাকে।’
তিনি বলেন, ‘আমরা যেমন নতুন বাংলাদেশ গড়ছি, তেমনি আমরা একটি নতুন বিশ্ব গড়ারও প্রতিশ্রুতি নিচ্ছি।’
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
Kripto para yatırımları ✨ Kazancını Katlamak İçin FreeSpin’e Başla, Eğlenceyi Kazançla Taçlandır! https://kusadasi-bayans10.citiescort.com/
Undeniably consider that which you said. Your favourite reason appeared to be at the net the simplest thing to have in mind of. I say to you, I certainly get annoyed at the same time as other folks consider issues that they just do not understand about. You managed to hit the nail upon the top as smartly as defined out the whole thing without having side effect , other people could take a signal. Will probably be back to get more. Thank you
It’s really a nice and helpful piece of information. I’m glad that you simply shared this useful info with us. Please stay us informed like this. Thanks for sharing.