• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকিমপুরে তৌহিদী জনতার বাঁধার মুখে প্রমীলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত পুঠিয়ায় জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত গণমাধ্যমের ওপর মানুষ আস্থা হারায়নি, বস্তুনিষ্ঠ খবর প্রকাশে অন্তরায় বিএনপি’র মহাসচিবের মেয়ে ও জামাতাকে ঠাকুরগাঁওয়ে সংবর্ধনা হিলিতে ৫টি দোকানের মালামাল আগুনে পুড়ে ছাই, অর্ধ কোটি টাকা ক্ষতি রাণীশংকৈলে লিফলেট বিতরণের ঘটনায় স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেপ্তার-৬ ১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করেই হতে হবে আগামী নির্বাচন-পরওয়ার কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে কৃষকদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে গড়ে উঠেছে জর্দ্দার কারখানা, নেই নজরদারী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট চ্যাম্পিয়ন গোহাড়া হাইস্কুল

সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Reporter Name / ৩৮২ Time View
Update : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

জেলা প্রতিনিধি

ঢাকা: সশস্ত্র বাহিনী দিবস-২০২৩’ উপলক্ষে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং নির্বাচিত সংখ্যক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে পাঁচজন সেনা, তিনজন নৌ এবং তিনজন বিমান বাহিনীর সদস্যকে ২০২২-২৩ সালের শান্তিকালীন পদকে ভূষিত করা হয়েছে।

এর আগে ২০২২ সালে ২৬ জন নির্বাচিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও ২০২১ সালে ৩৯ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে সশস্ত্র বাহিনী দিবসে সংবর্ধনা দেওয়া হয়েছিল।

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে হবে। সেইভাবে শিক্ষা-দীক্ষায় প্রতিটি ছেলেমেয়ে যেন উন্নত জীবন পায়, আমরা সে লক্ষ্যে কাজ করছি।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা যে কাজই করি সবসময় মাথায় রাখতে হবে, মুক্তিযুদ্ধ করেই বিজয় অর্জন করেছি। আমরা বিজয়ী জাতি। আর বিজয়ী জাতি হিসাবেই বিশ্বে অবস্থান করব, সেটিই আমাদের লক্ষ্য।’
বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ‘সবার কল্যাণ কামনা করি, শান্তি কামনা করি। আমি জানি যে, অগ্নিসন্ত্রাস বা জ্বালাও-পোড়াও মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে। আমি জানি না একটা মানুষ কীভাবে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারে? যেটা দেখেছিলাম ১৯৭১ সালে, পাকিস্তানি হানাদার বাহিনী এটি করত। বস্তিতে আগুন দিতো, মানুষ বের হয়ে এলে সাথে সাথে গুলি করে মেরে দিত।’

‘এরপর দুর্ভাগ্যের বিষয় হল ২০১৩ ও ২০১৪। আর এখন আবার সেই অগ্নিসন্ত্রাস শুরু করেছে। কীভাবে একজন মানুষ আরেকজন মানুষকে পোড়াতে পারে? পোড়া মানুষগুলির সেই ক্ষতবিক্ষত দেহ, তাদের আর্ত চিৎকার, তাদের পরিবার কি অবস্থায় আছে? এটাই হচ্ছে সবচেয়ে দুভার্গ্যজনক’, বলেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার সকালে সশস্ত্র বাহিনী দিবস-২০২৩ উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com