আন্তজার্তিক ডেস্ক : মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ সম্পর্কে সতর্ক করে লেবাননের হিজবুল্লাহ বলেছে, শনিবার ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর ইসরাইলের শুরু করা ‘বিশ্বাসঘাতক’ অভিযানের ‘পুরো দায়’ ওয়াশিংটনের ওপর বর্তায়।
হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ‘ ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতক জায়নবাদী আগ্রাসনের তীব্র নিন্দা করে এবং এটিকে সমগ্র অঞ্চলের জন্য একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি বলে মনে করে।’
আরও পড়ুন : ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ইসরাইলের হামলা
এতে বলা হয়, এই গণহত্যা, মর্মান্তিক ঘটনা এবং ইসরাইলের সৃষ্ট যন্ত্রণার সম্পূর্ণ দায় মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরই বর্তায়।
শুক্রবার রাতেই ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইল কয়েক মাস ধরে ইরানের হামলার জবাবে, ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে তাদের প্রতিরক্ষা বাহিনী।’
যুক্তরাষ্ট্র ইরানে ইসরাইলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে যুক্তরাষ্ট্র দাবি করছে তারা এই হামলার সঙ্গে কোনভাবেই জড়িত নয়।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/