জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নানী-নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ হুমায়ুন কবির ।
শনিবার (২৫ নভেম্বর) বিকেলে মহাসড়কের বালুয়াকান্দি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জোহরা বেগম (৫২) ও তার (মেয়ে পক্ষের) ৮ মাসের নাতি আবদুল্লাহ। জোহরা গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী এবং আবদুল্লাহর বাবার নাম রাসেল মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী লেনে কুমিল্লা থেকে ছেড়ে আসা এশিয়া এয়ারকন নামের একটি যাত্রীবাহী বাস নানী-নাতিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জোহরা বেগম, তার মেয়ে সুফিয়া খাতুন ও সুফিয়ার ছেলে আবদুল্লাহ সোনারগাঁও যাওয়ার উদেশ্যে বালুয়াকান্দি বাসস্ট্যান্ডে রাস্তা পারাপার হচ্ছিলো। পারাপারের সময় নিহত জোহরা বেগমের কোলে ছিল আবদুল্লাহ। এ সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই জোহরা ও আবদুল্লাহ মারা যান। এ সময় সুফিয়াও সামান্য আহত হয়।
ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ হুমায়ুন কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ও গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
https://slotbet.online/