ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচানে সভাপতি নির্বাচিত হয়েছেন এ্যাড. জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ্যাড. মো: এন্তাজুল হক।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহন। রাতে নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে সভাপতি পদে এ্যাড. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক পদে এ্যাড. মো: এন্তাজুল হক নির্বাচিত হন।
নির্বাচনে বিএনপি মনোনীত এড জয়নাল আবেদীন ১২৬ ভোট পেয়ে সভাপতি ও ইনতাজুল হক ১২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের ৮ জন এবং আওয়ামী লীগ সমর্থীত প্যানেলের ৪ জন নির্বাচিত হন।
বিএনপি সমর্থিত প্যানেলের নির্বাচিতরা হলেন সভাপতি পদে এ্যাড. মো: জয়নাল আবেদীন, সহ সভাপতি এ্যাড. মো: একরামুল হক, সাধারণ সম্পাদক এ্যাড. মো: এন্তাজুল হক, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারী পদে এ্যাড. মো: রাহাত জামিল, লাইব্রেরী সেক্রেটারী পদে এ্যাড. মো: কামাল হোসেন, কমনরুম এন্ড কালচারাল সেক্রেটারী পদে এ্যাড. মো: নুরুল ইসলাম-২ ও সদস্য পদে এ্যাড. মো: মনিরুজ্জামান, এ্যাড. মো: মরাদ হোসেন রানা নির্বাচিত হন।
অপরদিকে আওয়ামীলীগ সমর্থীত প্যানেলে সহ সভাপতি পদে এ্যাড. মো: হাসিনুজ্জামান মিলার, ট্রেজারার সেক্রেটারী পদে এ্যাড. মো: হারুন অর রশিদ, সদস্য পদে এ্যাড. মো: মোবারক আলী ও এ্যাড. মো: সোহেল রানা নির্বাচিত হন।
উল্লেখ্য, নির্বাচনে ১২টি পদের জন্য ৩টি প্যানেলে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে ২৪৫ জন ভোটারের মধ্যে ২৩৬ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন ।
এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. আজিজুর রহমান।
https://slotbet.online/