• শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএসএফের গুলিতে ১ বাংলাদেশী নিহত, আহত-৩ ইউপি ভূমি সহকারী কর্মকর্তার দুর্নীতি তদন্তে, কর্মকর্তা নিয়োগ ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু আদিবাসীদের নিয়ে দিনব্যাপী ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত সাংস্কৃতিক চর্চার আরেক প্রাণ পুরুষ রবিউল আজম ঠাকুরগাঁয়ে একটি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন বন্যার্তদের ৪ লাখ টাকা দিলেন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা খুলনা জুট ওয়ার্কার্স ইনষ্টিটিউটের সম্পত্তি  রক্ষায় সভা অনুষ্ঠিত এমপি’র ছোঁয়ায় শত কোটি টাকার মালিক মুক্তা রাণী ! বন্যাদুর্গত এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত নির্ধারণপূর্বক পুনর্বাসনের আহবান কৃষি উপদেষ্টার

আইনজীবী সমিতি’র সভাপতি জয়নাল, সম্পাদক এন্তাজুল

Reporter Name / ১৫৫ Time View
Update : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচানে সভাপতি নির্বাচিত হয়েছেন এ্যাড. জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ্যাড. মো: এন্তাজুল হক।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহন। রাতে নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে সভাপতি পদে এ্যাড. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক পদে এ্যাড. মো: এন্তাজুল হক নির্বাচিত হন।

নির্বাচনে বিএনপি মনোনীত এড জয়নাল আবেদীন ১২৬ ভোট পেয়ে সভাপতি ও ইনতাজুল হক ১২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের ৮ জন এবং আওয়ামী লীগ সমর্থীত প্যানেলের ৪ জন নির্বাচিত হন।

বিএনপি সমর্থিত প্যানেলের নির্বাচিতরা হলেন সভাপতি পদে এ্যাড. মো: জয়নাল আবেদীন, সহ সভাপতি এ্যাড. মো: একরামুল হক, সাধারণ সম্পাদক এ্যাড. মো: এন্তাজুল হক, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারী পদে এ্যাড. মো: রাহাত জামিল, লাইব্রেরী সেক্রেটারী পদে এ্যাড. মো: কামাল হোসেন, কমনরুম এন্ড কালচারাল সেক্রেটারী পদে এ্যাড. মো: নুরুল ইসলাম-২ ও সদস্য পদে এ্যাড. মো: মনিরুজ্জামান, এ্যাড. মো: মরাদ হোসেন রানা নির্বাচিত হন।

অপরদিকে আওয়ামীলীগ সমর্থীত প্যানেলে সহ সভাপতি পদে এ্যাড. মো: হাসিনুজ্জামান মিলার, ট্রেজারার সেক্রেটারী পদে এ্যাড. মো: হারুন অর রশিদ, সদস্য পদে এ্যাড. মো: মোবারক আলী ও এ্যাড. মো: সোহেল রানা নির্বাচিত হন।

উল্লেখ্য, নির্বাচনে ১২টি পদের জন্য ৩টি প্যানেলে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে ২৪৫ জন ভোটারের মধ্যে ২৩৬ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন ।

এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. আজিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/