• মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন

এবার মুখ খুললেন পিয়া চক্রবর্তী

Reporter Name / ৫৪২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
ফাইল ছবি

বর্তমানে নেটিজেনদের চর্চার মূল বিষয় পরম-পিয়ার বিয়ে সাথে অনুপমের সাথে হওয়া বিচ্ছেদ। আর এসব নিয়েই ঘসা-মাজা একবারে কম হচ্ছেনা নেট দুনিয়ায়। যদিও খুবই গোপনীয়তা বজায় রেখেই বিয়ে করেন দু’জনে৷ বিয়ের পর পরমব্রত মিডিয়ার সামনে অল্প কিছু কথা বললেও শুরু থেকে একদম চুপ ছিলেন পিয়া।

বিয়ের দু’দিন পর পিয়া সোশ্যাল মিডিয়ায় সকলকে ধন্যবাদ জানালেন৷ ফরাসি ভাসায় লিখলেন merci beaucoup! যার মানে ধন্যবাদ৷ তাঁর লেখায় উঠে এসেছে যে এবার কিছুটা পরিবারের সঙ্গে সময় কাটানো দিকে মুখিয়ে রয়েছেন তিনি৷

পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছে পিয়া চক্রবর্তীর৷ একেবারেই ঘরোয়া ভাবে বিয়ে হয় তাঁদের৷ পিয়া চক্রবর্তীর প্রাক্তন স্বামী অনুমপ রায়৷ পরম-পিয়ার বিয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের সম্পর্ক নিয়ে শোরগোল পড়ে যায়৷ অনুপমের সঙ্গে বিয়ে-ডিভোর্স থেকে পরমের সঙ্গে পিয়ার প্রেম-বিয়ে, সব নিয়েই চলে আলোচনা৷ এমনকী অনুপমের গানের কিছু লাইন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের মিম ছড়িয়ে পড়ে৷

এরই মধ্যে আবার বিয়ের পরের দিন পিয়া যান হাসপাতালে, কিডনি স্টোনের সমস্যা নিয়ে৷ আপাতত তিনি সুস্থ, নিজেই জানিয়েছেন পরম-ঘরণী৷ ফেসবুকে একটি পোস্ট করে তিনি জানিয়েছেন সব কথা৷

সোমবার, ২৭ নভেম্বরের গাটছড়া বাঁধেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় আর মনো-সমাজকর্মী পিয়া চক্রবর্তী৷ কিন্তু বিয়ের রাত কাটতে না কাটতেই মঙ্গলবার-ই নববধূ পিয়াকে ছুটতে হয় হাসপাতালে৷ বেশ কিছুদিন ধরেই কিডনি স্টোনের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন পিয়া। অস্ত্রোপচার হওয়ার কথা ছিল মঙ্গলবার।

আগে থেকেই সেই ডেট নেওয়া ছিল। সেই মতই মঙ্গলবার তিনি হাসপাতালে যান৷ বর্তমানে তিনি সুস্থ রয়েছেন, সে কথা নিজেই জানিয়েছেন পিয়া৷ তিনি লিখেছেন, “হাসপাতাল থেকে বাড়ি ফিরেছি৷ এখন পরিবারের সঙ্গে ভাল সময় কাটানোর জন্য মুখিয়ে রয়েছি৷ সকলের কাছ থেকে যতটা ভালবাসা পেয়েছি, তার জন্য ধন্যবাদ৷”

আরএম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

One response to “এবার মুখ খুললেন পিয়া চক্রবর্তী”

  1. Hi there, just became alert to your blog through Google,
    and found that it’s really informative. I am going to watch out for brussels.
    I will appreciate if you continue this in future.
    Lots of people will be benefited from your writing.
    Cheers! Escape rooms

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com