• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৩য় দিনেও ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কারের দাবীতে হাজার হাজার শিক্ষার্থী খুলনায় সাংবাদিকদের কাজে বাধাকারিদের শক্ত হাতে দমন করা হবে-সিটি মেয়র বিদ্যালয়ে কর্মচারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশে অনিয়মের অভিযোগ! কোটা আন্দোলনে নিহতদের স্মরণে ঠাকুরগাঁওয়ে গায়েবানা জানাজা রাজাকারের পক্ষে নেতৃত্বদানকারিদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী কোটা সংস্কার আন্দোলন: পথচারীসহ ৬ জন নিহতের ঘটনায় ব্লাস্টের উদ্বেগ হেলমেট লীগের হিংস্রতা রক্ষী বাহিনীকে ছাড়িয়ে গেছে-মুসলিম লীগ ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কার আন্দোলনে সড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত কোটা আন্দোলনে পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা

আমাদের সংগ্রাম তীব্র থেকে আরো তীব্র হবে- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

Reporter Name / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ তৈমুর রহমানের স্মরণ সভায় বক্তব্যে বিএনপির মহাসচিব

নিজস্ব প্রতিবেদক: সংগঠনকে শক্তিশালী করতে হবে। আমরা সংগ্রাম করছি এই সংগ্রামকে আমরা তীব্র থেকে আরও তীব্রতর করে তুলবো। ঠাকুরগাঁওয়ের রাজনীতি শক্তিশালী বিএনপির রাজনীতি। আওয়ামী লীগ আমাদের সংগ্রামী এই জেলাতেই পুলিশের মাধ্যমে প্রকাশ্যে সবসময় বাধা সৃষ্টি করেছে। তারপরেও কেউ মাথা নিচু করে থেমে নেই।

ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেলে পাবলিক লাইব্রেরী মাঠে জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ তৈমুর রহমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, ঠাকুরগাঁও থেকে আমরা এক লড়াকু সৈনিক হারিয়েছি। আমরা তার আত্মত্যাগ ভুলতে পারবোনা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমাদের যে স্বপ্ন। আওয়ামী লীগ এ স্বপ্নকে ধ্বংস করা শুরু করেছে বাকশালের মাধ্যমে এবং এ প্রচেষ্টা এখনো চলছে।

নির্বাচন নিয়ে তিনি আরো বলেন, তারা এখন ভিন্ন ভাবে ছদ্মবেশে আবার একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালনা করে যাচ্ছে। এই অবৈধ সরকার যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তাদের যদি ক্ষমতায় থাকতে দেওয়া হয় তাহলে এই দেশে ভয়াবহে অবস্থা তৈরি হবে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বিদেশে অর্থ পাচার করে দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করা হচ্ছে। মিডিয়ার মাধ্যমে জানা যাচ্ছে সাবেক পুলিশের আইজি বেনজির অগার সম্পত্তির মালিক হয়েছেন। এইভাবে তারা ক্ষমতার অপব্যবহার করে সমস্ত রাষ্ট্রব্যবস্থাকে দূর্নীতিতে পরিপূর্ণ করে দিয়েছে। বাংলাদেশের জনগন স্বৈরাচারি সরকারের বিরুদ্ধে বরাবরই সংগ্রাম যুদ্ধের মাধ্যমে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মিডিয়া নিয়ে তিনি বলেন, দেশের সরকার মিডিয়ার উপর চড়াও হয়েছে। সাংবাদিকদের কথা বলার অধিকার তারা হরণ করে নিয়েছে। দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনা। আমরা ১৫ বছর ধরে লড়াই করছি, সংগ্রাম করছি এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন, অনেকেই নির্র্যাতিত, অনেকেই গুম হয়েছেন। তাদের পরিবার এখনো পথ চেয়ে বসে আছে গুম হওয়া সেই ভাইয়ের জন্য। আমরা ভোটের অধিকার সহ মৌলিক অধিকারগুলোর জন্য সংগ্রাম করে চলেছি।

পরিশেষে জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈমুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি। সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে এসময় বিএনপির জেলা, উপজেলা, ইউনিয়ন সহ হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বিএনপির আন্দোলনে যেসব নেতাকর্মীলা জেল খেটেছে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলটির মহাসচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/