মহাকাশে গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ল উত্তর কোরিয়া। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের এক বিবৃতিতে সাইবার গুপ্তচরবৃত্তির অভিযোগে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে হোয়াইট হাউজ।
অস্ট্রেলিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বয় করে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।
যুক্তরাষ্ট্র বলছে, কোরিয়া এবং মার্কিন গোয়েন্দা বাহিনীর ওপর নজরদারি করতে ওই গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ করেছে পিয়ংইয়ং।
গত সপ্তাহে উত্তর কোরিয়ার গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণের পরপরই মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ল দেশটি।
মার্কিন ট্রেজারি সন্ত্রাস ও আর্থিক গোয়েন্দা বিষয়ক আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বলেছেন, জাপান এবং কোরিয়া প্রজাতন্ত্রের এই পদক্ষেপের সাথে আমরা সম্পূর্ণ একমত। তিনি আরও বলেন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পাশাপাশি পিয়ংইয়ংয়ের গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণকে অবৈধ মনে করে আমেরিকা। সূত্র: রয়টার্স
আরএম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/